Big Story
লালবাজার থেকে অনুমতি না মিললেও মিছিলে নামলো বিজেপি
সকাল থেকেই মিছিল চাপানউতোর চলছিল বিজেপি দলের

শর্মিষ্ঠা বিশ্বাস: কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিসেলের কর কমালেও রাজ্য সরকার এখনও ছাড় দেয়নি পেট্রোপণ্যের করের ওপর। রাজ্যের কাছে পেট্রোপণ্যের কর কমানোর দাবিতে আজ মিছিলে নামবে বিজেপি। তবে লাল বাজার থেকে মিছিলের অনুমতি না মেলায় সকাল থেকেই চাপা উত্তেজনা চলছিল কোলকাতা জুড়ে। বিজেপির সদর দফতর থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিলে যাওয়ার কথা। তবে অনুমতি না পেয়েও মিছিলে নামলে মাঝরাস্তায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল আটকে দেয় পুলিশ প্রশাসন। মিছিল আটকালে পুলিশের সাথে বচসা শুরু হয়। রাজ্য বিধানসভার সদস্য শমীক ভট্টাচার্য অভিযোগ তোলেন, করোনার দোহাই দিয়ে মিছিল আটকাতে চাইছে পুলিশ।