বিপদে বন্ধু : কলকাতার পুলিশের উদ্যোগে রক্তদান শিবির
করোনা বিপদে রক্তদান ভয়ানক অবস্থানে দাঁড়িয়েছে। বিপদে দাঁড়িয়ে দিশেহারা অসহায় মানুষ তখন কলকাতা পুলিশের এই উদ্যোগ অভিনন্দনযজ্ঞ।

নিউজ ডেস্ক : উৎসর্গ’, কলকাতা পুলিশের স্বেচ্ছায় রক্তদানের উদ্যোগ। আজ নারকেলডাঙা থানা, জোড়াবাগান ট্রাফিক গার্ড এই দুটি কেন্দ্রে রক্তদান শিবিরের আয়োজন করে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিসিং উইং । রক্ত দেন নারকেলডাঙা থানার ৬৮জন ও জোড়াবাগান ট্রাফিক গার্ডের ৮৪জন পুলিশকর্মী। মোট ১৫২ জন রক্তদাতা রক্তদান করেন । প্রতিটি কেন্দ্রেই পরিদর্শনে যান মাননীয় নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল, সাক্ষাৎ করেন রক্তদাতাদের সঙ্গে এবং তাদের অনুপ্রাণিত করেন। রক্তের চাহিদা মেটাতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বর্তমানে নতুন প্রজন্মের মধ্যে কমছে রক্তদানের প্রবণতা। রাজ্যে রক্তের আকালের এটিও একটি অন্যতম কারণ। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অল্প বয়েসীদের মধ্যে রক্তদানের প্রবণতা কমছে, রাজ্যে রক্তের আকালের এটিও একটি অন্যতম কারণ।
বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক দশকের মধ্যে অনূর্ধ্ব পঁচিশের একটি বড় অংশের মধ্যে রক্তদানের ইচ্ছে কমেছে। ২০২০-২১ সালে বিভিন্ন জেলার করোনা বিপদে খুব কম ই রক্তদান শিবির হয়েছে। ২০০৪ থেকে ২০১৪ রক্তদানের প্রবণতা বাড়লেও বর্তমানে কমেছে অনেকটাই। এই কারণে বাড়ছে কালোবাজারি বা অতিরিক্ত দামে বিপদ মুক্তি পথ। কলকাতার পুলিশের তরফে বিভিন্ন ক্লাবের সহযোগিতায় অনেকটাই এগিয়েছে , তবে আরো এগিয়ে আসাতে হবে সকল কে।