
বেগুনের প্রতি বাঙালিদের একটি আলাদা ভালোবাসা আছে , সেটি ভাজা হোক বা ইলিশ মাছের ঝোলে। কিন্তু জানেনকি ? এই বেগুন খাওয়া একজন গর্ভবতী মহিলার শরীরে আনতে পারে বিপদ। বলা হয়েছে , এই বেগুনের ভেতর থাকে ফাইটো হরমোন যা গর্ভের ভ্রুন এবং মা এর জীবনের আশংকা আনতে পারে, আবার প্রেগন্যান্সির সময়ে শরীরে নানা রকম বদল আসে যা সেই সময়ে শরীরকে আরো বেশি স্পর্শকাতর হয়ে পরে যার ফলে অল্প কিছু ভুল ভ্রান্তিতে শরীরে হতে পারে চরম আলোড়ন।
এছাড়া , বেগুন খেলে অনেকেরই এলার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে কোনো গর্ভবতী মহিলার এই এলার্জি দেখা দিলে মাতৃ শরীরকে আরো অসুস্থ করে তুলতে পারে যা গর্ভপাত করাতে পারে। তাই যদি খুব বেগুনের কোনো প্রণালী খেতে ইচ্ছে করে তাহলে অবস্যই নিজের ডাক্তার এর সাথে পরামর্শ করে নেওয়া ভালো।