Education Opinion

অনিচ্ছাকৃত ভুল নাকি ইচ্ছাকৃত, আশুতোষ কলেজের পর বজবজ কলেজের মেধাতালিকাতেও ফের নাম উঠল সানি লিওনির

শুক্রবার বজবজ কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বাংলা অনার্সের মেধাতালিকায় দেখা যায়, ১৮৩ নম্বরে সানি লিওনির নাম রয়েছে।

পল্লবী কুন্ডু : সত্যিই অবাক কান্ড ! তবে কি এবার আবারো পড়ুয়া জীবনে ফিরছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি ? প্রথমে আশুতোষ কলেজ এবং তারপর বজবজ কলেজের মেধাতালিকাতেও ফের নাম উঠল সানি লিওনির। বিষয়টি সামনে আসতে পরে যদিও তালিকা থেকে নামটি সরিয়ে দেওয়া হয়।শুক্রবার বজবজ কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বাংলা অনার্সের মেধাতালিকায় দেখা যায়, ১৮৩ নম্বরে সানি লিওনির নাম রয়েছে। তাঁর ফর্ম নম্বর (২০২০৫৬১২৫৩৯)-এরও উল্লেখ রয়েছে সেখানে।

সংশ্লিষ্ট বিষয় নিয়ে কলেজ কতৃপক্ষের কাছে প্রশ্ন উঠলে মেলেনি কোনো সদুত্তর। বিষয়টি সামনে আসতেই কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। প্রশ্ন ওঠে, এটা কি নিছকই অনিচ্ছাকৃত ভুল? নাকি ইচ্ছাকৃত ভাবে তালিকায় সানি লিওনি নাম ঢুকিয়ে দিয়েছেন কেউ? এত বড় একটা ঘটনা কলেজ কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল কী ভাবে, তা নিয়েও প্রশ্ন ওঠে। বার বার এই ধরনের ঘটনা সামনে আসা কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এর আগেই, আশুতোষ কলেজের ইংরেজি অনার্সের মেধা তালিকায় সানির নাম থাকা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়া মারফত সে খবর গিয়ে পৌঁছয় বলিউড অভিনেত্রী সানি লিওনির কাছে। যদিও বিষয়টিকে হালকা ভাবেই নেন তিনি। মজা করে টুইটারে লেখেন, ”পরের সেমেস্টারে দেখা হচ্ছে তাহলে। আশা করছি, আমার ক্লাসেই থাকবে তোমরা।”

এই ঘটনার পরেই সংশ্লিষ্ট মহলে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি আঙ্গুল উঠছে কলেজ কর্তৃপক্ষের দিকে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: