OT MARKET

এ কেমন বিধি : ২০২২ এ “অর্থমন্ত্রীর ৯৭ রকম ফরমান”

আশাপূরণনের দিক খুঁজে পাচ্ছে না আমজনতা

এক নজরে আজকের কেন্দ্রীয় বাজেট

  1. করোনাকালে এ বারও পেপারলেস বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ।
  2. কী কী বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ?
  3. জুতো ও হিরের দাম কমছে।
  4. সস্তা হচ্ছে পোশাক ও চামড়াজাত দ্রব্য।
  5. সস্তা হচ্ছে দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি।
  6. সস্তা হল মোবাইল ফোন ও চার্জার।
  7. চিংড়ি চাষে বিশেষ ছাড়।
  8. জানুয়ারিতে ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা আয় GST থেকে।
  9. আয়কর কাঠামোয় কোনও বদল নেই।
  10. একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো।
  11. জিএসটিতে যে চ্যালেঞ্জগুলি ছিল, তা আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পেরেছি।
  12. পেনশনভোগীদের আয়করে ছাড়।
  13. কর্পোরেট ট্যাক্স ১৮.৫ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ।
  14. কর ব্যবস্থার সরলীকরণ হবে।
  15. কর ব্যবস্থার সরলীকরণ হবে। বিভিন্ন করদাতার সঙ্গে ইনকাম ট্যাক্সের যে আইনি সমস্যা রয়েছে, তা সহজ করার ব্যবস্থা হবে
  16. বিভিন্ন করদাতার সঙ্গে ইনকাম ট্যাক্সের যে আইনি সমস্যা রয়েছে, তা সহজ করার ব্যবস্থা হবে।
  17. বিশেষভাবে সক্ষমদের বাড়তি কর ছাড়।
  18. আমাদের অর্থনীতি মাল্টিপ্লায়ার এফেক্টের সুবিধা পাবে।
  19. করদাতাদের রিটার্ন ফাইলে বাড়তি সময়।
  20. দু-বছরের মধ্যে আপডেট রিটার্ন জমা দিতে পারবেন।
  21. কো-অপারেটিভগুলির সারচার্জ ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হল।
  22. ব্যাংক গ্যারান্টির বিকল্প হিসেবে চালু হবে সিওরিটি বন্ড। সিওরিটি বন্ড দেবে ইনসিওরেন্স কোম্পানিগুলি।
  23. তাপবিদ্যুৎ কেন্দ্রে ৫.৭ শতাংশ বায়োমাস ব্যবহারে জোর।
  24. রাজ্যগুলিকে সাহায্য করার জন্য ১ লক্ষ কোটি টাকার ফান্ডা।
  25. সেন্ট্রাল ব্যাংক অফ ডিজিটাল কারেন্সি ব্যবহার করা হবে।
  26. বিভিন্ন ব্যাংকের মধ্যে ডিজিটাল কারেন্সিতে লেনদেনের ভাবনা।
  27. রাজ্যগুলিকে বিনিয়োগের জন্য সাহায্য করা হবে।
  28. ব্লক চেন প্রযুক্তি চালু করবে আরবিআই।
  29. অরণ্য সংরক্ষণে বিশেষ জোর।
  30. ডিজিটাল কারেন্সির জন্য বিশেষ প্রযুক্তি।
  31. প্রতিরক্ষা খাতের ২০ শতাংশ বরাদ্দ হবে প্রতিরক্ষা গবেষণায়।
  32. 5G স্পেকট্রাম নিলামের কাজ এই বছরের মধ্যেই শেষ।
  33. বিদেশি বিনিয়োগে বাড়তি পরিষেবা।
  34. সৌর বিদ্যুৎ উৎপাদনে ১৯,৫০০ কোটি বরাদ্দ
  35. নতুন শিল্পে গবেষণায় সরকারি সাহায্য।
  36. ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫টি জেলায় ডিজিটাল ব্যাংক তৈরি হবে।
  37. শহরাঞ্চলে স্থানাভাব মেটাতে জমির সঠিক পরিকল্পনার উপর জোর দেওয়া হবে।
  38. ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার।
  39. IRDA-তে আনা হচ্ছে বিমা বন্ড।
  40. দ্বাদশ শ্রেণি পর্যন্ত আঞ্চলিক ভাষায় পড়ানোর উপর জোর।
  41. ই-পাসপোর্ট সিস্টেমে জোর।
  42. গণপরিবহণে ইলেকট্রিক গাড়িতে জোর।
  43. বিভিন্ন ক্ষেত্রে পেমেন্টের জন্য ই-বিল
  44. একটি ফর্মেই মিলবে সমস্ত অ্যাপ্রুভাল।
  45. গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর।
  46. স্থানীয় ব্যবস্থায় জোর দিতে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ ব্যবস্থায় জোর।
  47. ব্যবসার সুবিধার জন্য সর্বত্র সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু হবে।
  48. ১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনা হল।
  49. MSME-তে ২ লক্ষ কোটি বাড়তি বরাদ্দ।
  50. দেশের বিভিন্ন স্থানে আইটি হাব তৈরি হবে।
  51. ৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন চালু হবে।
  52. তফশিলি শিশুদের কথা ভেবে বিশেষ টিভি চ্যানেল হবে।
  53. তফশিলি শিশুরা উপকৃত হবে।
  54. প্রধানমন্ত্রী আবাস যোজনায় ২০২২-২৩ এ ৮০ লক্ষ পরিবার ঘর পাবে।
  55. ঘরে ঘরে জল পৌঁছতে ৬০ হাজার কোটি বরাদ্দ।
  56. ৯৫ শতাংশ পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন হয়েছে।
  57. প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ।
  58. উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে বিশেষ জোর।
  59. আইন ব্যবস্থার পরিবর্তন আনছি। সরকারকে সব ব্যবস্থায় যাতে নাক গলাতে না হয়, তা মাথায় রেখে।
  60. ২৩টি ন্যাশনাল টেলি মেন্টাল হেলথ সেন্টার হবে।
  61. ২০২২-এ পোস্ট অফিসেও কোর ব্যাঙ্কিং।
  62. ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পে ২ লক্ষ কোটি।
  63. পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি বরাদ্দ।
  64. ৫টি নদীকে সংযুক্ত করতে বিশেষ পরিকল্পনা।
  65. মহামারীর কারণে শিশুদের দুটো বছর নষ্ট হয়েছে। তাদের জন্য বিশেষ টিভি চ্যানেল আনছে সরকার।
  66. ন্যাশনাল ব্যাংক ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে।
  67. ২৫ হাজার কিলোমিটার পর্যন্ত জাতীয় সড়ক বিস্তার।
  68. জৈব চাষে উৎসাহ দেওয়া হবে।
  69. ২০২৩-এ মিলেট চাষে গুরুত্ব দেওয়া হবে।
  70. পর্যটনের উন্নয়নের জন্য বাড়বে যোগাযোগ।
  71. কৃষকদের কাছে উন্নতমানের গবেষণা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে।
  72. পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ
  73. কেমিক্যাল ফার্ম তৈরি হবে গঙ্গার ধারে।
  74. রেলে PPP মডেলকে আরও জোর দেওয়া হবে।
  75. ৬০ কিলোমিটার দীর্ঘ ৮টি রোপওয়ে চালু হবে।
  76. বিনিয়োগ টানাই সরকারের লক্ষ্য।
  77. পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে হবে।
  78. পিএম গতিশক্তি মাস্টারপ্ল্যান চালু হবে।
  79. পরিকাঠামো উন্নয়নে খরচ হবে ২০ হাজার কোটি।
  80. বাজেটে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট: অর্থমন্ত্রী
  81. ৬০ লক্ষ কর্মসংস্থান করাই লক্ষ্য।
  82. আমরা উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দিচ্ছি।
  83. গরিবদের জীবনে বদল আনাই আমাদের প্রাথমিক লক্ষ্য।
  84. গরিবদের জীবনে বদল আনাই আমাদের প্রাথমিক লক্ষ্য।
  85. খুব শিগগিরই আসছে LIC- র IPO
  86. পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান।
  87. ৬০ লক্ষ নতুন চাকরি মিলবে।
  88. পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান।
  89. পরিকাঠামো নির্মাণে আমরা জোর দেব।
  90. দ্রুততার সঙ্গে আর্থিক অবস্থাকে শক্তিশালী করছে ভারত।
  91. ভারতের অর্থনীতি ধীরে ধীরে মজবুজ হচ্ছে।
  92. আমরা সাধারণের ক্ষমতায়নে বিশ্বাস করি।
  93. মধ্যবিত্তের জন্য আমরা একটা পরিমণ্ডল তৈরি করতে পেরেছি।
  94. আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি।
  95. এখন ভাল সময় এসেছে, বিনিয়োগ বাড়ছে।
  96. ভারত ১০০ বছরে কী হবে, তার একটা রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন।
  97. করোনাকালে এ বারও পেপারলেস বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: