Sports Opinion

আইপিএল-এ নতুন জার্সি বেশে হাজির হওয়ার প্রস্তুতি ঋষভ পন্থের দিল্লি

অধিনায়ক ঋষভ পন্থ, পেসার আনরিয়াহ নোকিয়া এবং ব্যাটার ডেভিড ওয়ার্নারকে নতুন জার্সি পরে দেখা গিয়েছে

তিয়াসা মিত্র : আগামী ২৬-এ মার্চ থেকে শুরু হবে আইপিএল। প্রতিটি দলের প্রস্তুতি চরম পর্যায়। নতুন বেশে হাজির হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। শনিবার তারা নতুন জার্সি প্রকাশ করেছে, যেখানে গত বারের থেকে অনেকটাই বদল আসতে চলেছে তাদের পোশাকে। সমর্থকরা সাধুবাদ জানিয়েছেন এই জার্সিকে।

এর আগে দিল্লির জার্সি থাকত মূলত নীল রং ঘেঁষা। হাতে বা কলারে থাকত লালের ছোঁয়া। এ বার লালের পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে। নতুন জার্সিতে ডান দিকে নীল এবং বাঁ দিকে লাল রং রাখা হয়েছে। অধিনায়ক ঋষভ পন্থ, পেসার আনরিয়াহ নোকিয়া এবং ব্যাটার ডেভিড ওয়ার্নারকে নতুন জার্সি পরে দেখা গিয়েছে। তারুণ্যকে তুলে ধরতেই এই ভাবনা বলে জানিয়েছে দল।এক বিবৃতিতে দিল্লি লিখেছে, ‘লাল এবং নীল রংকে সমান জায়গা দিয়ে আমরা তারুণ্য এবং শক্তিকে তুলে ধরতে চেয়েছি। লালের অর্থ মাঠে ক্রিকেটারদের সাহসের প্রতীক। নীল হল ভারসাম্যের প্রতীক। দিল্লির লোগোয় থাকা বাঘ এ বার আরও বড় জায়গা পেয়েছে জার্সিতে। কারণ, এ বার থেকে দল আরও বেশি আক্রমণাত্মক খেলবে।’

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: