আগামী ১৫ তারিখ থেকেই খুলে যাচ্ছে প্রেক্ষাগৃহ, মানতে হবে একাধিক নিয়ম
নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্র, জেনে নিন সকল নিয়মাবলী

দেবশ্রী কয়াল : সিনেমা প্রেমীদের জন্যে এবার এসে গেল আনন্দের খবর। আজ মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর গাইডলাইন প্রকাশ করলেন সিনেমা হল গুলি খোলার। এই নতুন আনলক ৫ পর্যায়ে আগে থেকেই কেন্দ্রের নির্দেশিকা ছিল এই চলতি মাসেই খুলে যাবে দেশের সমস্ত সিঙ্গল স্ক্রিন-মাল্টিপ্লেক্স গুলি। আর সেই পূর্ব নির্দেশ মতোই সিনেমা হল গুলি খোলার জন্যে গাইডলাইন প্রকাশ করলেন মন্ত্রী। আগামী ১৫ই অক্টোবর থেকে খুলে যেতে চলেছে দেশের সমস্ত সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স।
এই নতুন গাইডলাইনে বলা হয়েছে, এখন কেবল ৫০ শতাংশ দর্শকের প্রবেশাধিকার দেওয়া হবে।
শারীরিক দূরত্ব বজায় রেখে আসন বসার অনুমতি মিলবে দর্শকদের। অর্থাৎ মাঝের একটা সিট থাকবে ফাঁকা।
সবরকম কোভিড প্রোটোকল মানতে হবে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এবং দর্শকদের।
দর্শকদের মোবাইল নম্বর লিখে রাখতে হবে কনট্যাক্ট ট্রেসিংয়ের জন্য।
কর্মীদের মাস্ক-পিপিই পরা আবশ্যক।
শুধুমাত্র প্যাকেজ খাবারের অনুমতি দেওয়া হবে। হলের ভিতরে খাবারের ডেলিভারি নিষিদ্ধ।
দর্শকদের স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা আবশ্যক।
হ্যান্ডওয়াশ এবং হ্যান্ড স্যানিজাইটার রাখতে হবে।
থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে। শুধুমাত্র উপসর্গহীন দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
টিকিটের জন্য ডিজিটাল পেমেন্টের সাহায্য নিতে হবে।
প্রেক্ষাগৃহ নিয়মিত পরিষ্কার করতে হবে।
পর্যাপ্ত সংখ্যক কাউন্টার রাখতে হবে।
বিরতির সময় দর্শকের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া যাবতীয় নিয়ম মেনেই খুলতে হবে প্রেক্ষাগৃহ।