Big StoryWorld

“অমিক্রমে”- চোখ রাঙানিতে চিন্তাতে চিকিৎসক মন্ডলী

তিয়াসা মিত্র : করোনা আবহের মধ্যেই দেখা মিউললো কোরোনার নিউ ভার্সন “ওমিক্রন”-এর যার হদিশ প্রথম পাওয়া গেছিলো দক্ষিণ আফ্রিকাতে। তবে এই ভাইরাস যে এত দ্রুত গতিতে ছড়াবে তা ভাবতে পারেনি কেউ। জানা যাচ্ছে, ইতালি এবং দক্ষিণ আফ্রিকাতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। তবে এর সাথে বিপদে জুড়েছে ভারত, কারণ দুজন পর্যটন ব্যাঙ্গালুরুতে আসেন এবং তাদের শরীরে মেলে এই “ওমিক্রন”- ভাইরাস -এর।

এছাড়া, নতুন ভাইরাস-এর ওপর রক্ষা কবজ হিসাবে কতটা কাজ করবে কবিশিল্ড বা কোভাক্সিন অথবা স্পুটনিক ভি তাই নিয়ে কপালে ভাজ পড়েছে গবেষক তথা চিকিৎসকদের। সেই নিয়ে জুরুরীকালীন বৈঠক হলো কেন্দ্রীয় সাস্থ মন্ত্রক এবং উচ্চপদস্থ নেতা মন্ত্রীদের মধ্যে ।
বলা হচ্ছে পুরোনো যেই করোনা প্রটোকল আছে তাই যেন সাধারণ মানুষ মেনে চলেন।

তবে এখনো পর্যন্ত এই নতুন ভাইরাস-এ আক্ক্রন্তের কোনো খবর ভারত থেকে পাওয়া যায়নি।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: