করোনা সংক্রমণ বাড়ছে কলকাতায়, একদিনে আক্রান্ত ২১৪
রাজ্যে মোট করোনা সংক্রমন ১৬ হাজার ১৪ লক্ষ ৮৬৭ জন

বনিতা রায় : সারাবিশ্ব করোনার নতুন প্রজাতি ওমিক্রনের আতঙ্কে রয়েছে, যার সন্ধান ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকায় মিলেছে। এরই মধ্যে কলকাতাতে বাড়ছে করোনার সংক্রমণ। এখন পর্যন্ত এদেশে কারও শরীরে করোনার নতুন প্রজাতির খোঁজ পাওয়া যায়নি যার ফলে কিছুটা স্বস্তি মিলেছে। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭১৫ জন। রাজ্যের মোট করোনা সংক্রমন ১৬, ১৪, ৮৬৭ জনে দাঁড়িয়েছে। রাজ্যে আজকে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৭,৮০৪ জন, যা গতকালের তুলনায় কিছুটা কম।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ২১৪ জন। গত একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ১২৪ জন যা দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে হুগলি, গত ২৪ ঘন্টায় ৬০ জন আক্রান্ত হয়েছেন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছেন ১১ জন। গত একদিনে টিকাকরন হয়েছে ৫,৩৪,৭৬৪ জনের। রাজ্যে এরমধ্যে মোট টিকাকরন হয়েছে ৯,১১,১৬,১৬৫ জনের।