করোনার শিকার এবার, বর্ষীয়ান সিপিআইএম নেতা রথীস দাসগুপ্ত
হলদিবাড়িতে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ, তাই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের শিবিরের আয়োজন

দেবশ্রী কয়াল : করোনা (Corona) থেকে রেহাই পাচ্ছেন না কেউই। সাধারণ মানুষ তো বটেই, বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে রাজনীতিবিদরা হচ্ছেন করোনার শিকার। কিছুতেই তাতে রাশ টানা যাচ্ছে না। এবার করোনায় আক্রান্ত হলেন, কোচবিহারের হলদিবাড়ি (Haldibari) পুরসভার টাউন কমিটির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা সিপিআইএমের (Cpim)দীর্ঘদিনের জোনাল সেক্রেটারি বর্ষীয়ান নেতা রথীস দাসগুপ্ত (Rathis Dasgupta)।
উত্সব পরবর্তী সময়ে হলদিবাড়িতে দিনদিন বৃদ্ধি পেয়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল সোমবার হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে রথীস দাসগুপ্তের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। আর মঙ্গলবার তাতেই তাঁর রিপোর্ট পসিটিভ আসে। জানা যায়, সম্প্রতি তিনি দক্ষিণ ভারত থেকে অস্ত্রোপচার করে এসেছেন। চিকিৎসকরা তাঁকে হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দিয়েছেন।
যে হরে হলদিবাড়িতে দিন দিন করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে স্বাভাবিক ভাবে বাড়ছে আশঙ্কা। আর তাই আগামী বুধবার মেখলিগঞ্জ মহকুমা শাসকের উদ্যোগে শহরের ট্রাফিক মোড়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের (Rapid Antigen Test) শিবিরের আয়োজন করা হবে।