Health

করোনা আপডেট : দেশে মোট করোনা আক্রান্ত ৮৫ লাখ ৫৩ হাজার ৬৫৮

দেশে এই মুহূর্তে মোট সংক্রামিত ৫ লাখ ৯ হাজার ৬৭৩ জন

পল্লবী কুন্ডু : করোনা তান্ডব বহাল রইলো দেশ জুড়ে।গতকাল সারাদিনে দেশে করোনায় আক্রান্ত (Coronavirus Cases In India) ৪৫ হাজার ৯০৩ জন। মৃত্যু হয়েছে ৪৯০ জনের। স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত ৮৫ লাখ ৫৩ হাজার ৬৫৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় মৃত ১ লাখ ২৬ হাজার ৬১১ জন। এক লাফে মোট ২ হাজার ৯৯২টি অ্যাকটিভ কেস কমে যাওয়ায় দেশে এই মুহূর্তে মোট সংক্রামিত ৫ লাখ ৯ হাজার ৬৭৩ জন।

গতকাল ৮ নভেম্বর রবিবার আইসিএমআর দেশে মোট ৮ লাখ ৩৫ হাজার ৪০১টি নমুনার করোনা টেস্ট করেছে। ভারতে এখনও পর্যন্ত মোট ১১ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ১৯২টি নমুনার কোভিড টেস্ট হয়েছে।পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৪০৫ জন। দেশে করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭৯ লাখ ১৭ হাজার ৩৭৩ জন। ভারতের মধ্যে সবচেয়ে সংকটজনক অবস্থায় রয়েছে মহারাষ্ট্র।এই মুহূর্তে সেখানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ১৯ হাজার ৮৫৮।মৃত ৪৫ হাজার ২৪০ জন।

সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রের পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি। রবিবার রাজধানীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৪৫ জন। মহামারী শুরুর পরে এই প্রথম রাজধানীতে দৈনিক সংক্রমণ আগের সমস্ত রেকর্ড ভেঙে দিল। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৭৭ জন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: