একনজরে দেশের করোনা আপডেট : ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৮ হাজার ৬১৭
দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৯ লক্ষ ১২ হাজার ৯০৭ জন

পল্লবী কুন্ডু : ফের চড়ছে সংক্রমণের পারদ। আবারো বৃদ্ধি পেলো দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে ৩৮ হাজারের বেশি। ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় (Corona Vairus) আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬১৭ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৯ লক্ষ ১২ হাজার ৯০৭ জন। তবে একদিক থেকে স্বস্তি যে আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা।
দেশের মৃত্যুর এক তৃতীয়াংশ মহারাষ্ট্রে (Maharastra)। সেখানে মারা গেছেন প্রায় ৪৬ হাজার জন। তবে তালিকার প্রথম তিনের মধ্যে নেই পশ্চিমবঙ্গের নাম। ভারতে কোভিড আক্রান্তদের সুস্থ হওয়ার হারও অনেক বেশি। গত কয়েক দিনে নতুন আক্রান্তের থেকে সুস্থ বেশি হওয়ায় কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ৬ হাজার ৫৯৬জন।
এই মুহূর্তে গোটা বিশ্বের করোনা আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে থাকা আমেরিকার মোট আক্রান্ত প্রায় দেড় কোটির গন্ডিতে। আমেরিকায় প্রতি সেকেন্ডে একাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়।