Education Opinion

নজরে শিক্ষা নীতি, বলবেন অমর্ত্য সেন, সরাসরি সম্প্রচার আজ সন্ধ্যে সাড়ে ৭ টায়

শিক্ষা নীতির পলিসির আলোচনায় বিশেষজ্ঞেরা, আয়োজনে প্রতীচী ইনস্টিটিউট

দেবশ্রী কয়াল : বর্তমানে এই কোভিড পরিস্থিতিতে, মানুষ হয়ে রয়েছেন আতঙ্কিত। প্রত্যেকটি ক্ষেত্রে পড়েছে অনেক প্রভাব। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে। করোনা সংক্রমণের জেরে গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ-বিশবিদ্যালয়। অনলাইনে পড়াশোনা হলেও, পড়ুয়াদের অনেকটাই ক্ষতি হচ্ছে। হাতে তেমন সময়ও নেই তাঁদের। তাই কম সময়ে অনেকটা পড়াশোনা একসাথে করতে হতে হবে।

আর এমন কঠিন পরিস্থিতিতে, আজ প্রতীচী ইনস্টিটিউট আয়োজন করতে চলেছে একটি অনুষ্ঠানের। যেখানে নতুন এডুকেশন পলিসি নিয়ে হবে আলোচনা। আজকের এই বিশেষ অনুষ্ঠানে এডুকেটরস হিসাবে থাকছেন, ভারত রত্ন প্রাপ্ত অমর্ত্য সেন, গনেশ দেবী, অনিতা রামপাল, এ. কে. শিবকুমার, সুফিয়া খাতুন, বিনয় কুমার ওঝা, মনীষা ব্যানার্জি, চন্দনা রায় চৌধুরী।

বর্তমান দিনের শিক্ষা নীতি, তার পলিসি নিয়েই হবে এই সমগ্র আলোচনা। আর এই আলোচনা দেখতে, এবং সমগ্র বিষয়টি জানতে অবশ্যই চোখ রাখতে হবে আজ ওপিনিয়ন টাইমস এর ফেসবুক পেজে ও ওপিনিয়ন টাইমস এর ইউটিউবে, ঠিক সন্ধ্যে সাড়ে ৭ টার সময়।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: