করোনা ক্ষেত্রে নতুন গাইডলাইন প্রকাশ রাজ্যের

নাক বা গলার অস্ত্রোপচারের আগে কোভিড পরীক্ষা জরুরি

তিয়াসা মিত্র : করোনা অবস্থান আগের থেকে অনেকটাই স্বস্তি দিচ্ছে দেশ তথা রাজ্যকে। তাই চিকিৎসা ক্ষেত্রে হালকা লাগাম ছাড়লেন রাজ্য স্বাস্থ্য দফতরের গাইডলাইন। বলা হয়েছে, হাসপাতালে আসা রোগীদের শুধুমাত্র উপসর্গ থাকলে কোভিড পরীক্ষা করতে হবে। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া অস্ত্রোপচারের আগে করোনা পরীক্ষা করার দরকার নেই। তবে নাক বা গলার অস্ত্রোপচারের আগে কোভিড পরীক্ষা জরুরি।

তবে মৌলিক করোনা প্রোটোকল তা ব্যাহত রয়েছে যেমন- মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তাতে চলা এই বিষয়ে গুলি কঠোর ভাবে মেনে চলতে হবে তা জানিয়ে দিয়েছে রাজ্য সাস্থ দপ্তর।

Exit mobile version