অর্ধেকেরও কম দামে মিলবে কোরোনার ভ্যাকসিন। জানালো কেন্দ্র সংস্থান
কোভিসিল্ড এবং কোভ্যাক্সিন-এর দাম কমিয়ে এখন দাম ২২৫ টাকা

তিয়াসা মিত্র : কোভিসিল্ড এবং কোভ্যাক্সিন দুই কোভিড টিকারই দাম কমানো হল দেশে। রবিবার থেকে দেশে প্রাপ্তবয়স্কদের বুস্টার টিকাকরণ শুরু হচ্ছে। বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে কিনতে হবে তা। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পরেই দুটি টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিকার দাম কমিয়েছে বলে সূত্রে খবর।
এত দিন বেসরকারি টিকাকরণ কেন্দ্রে কোভিশিল্ড পাওয়া যেত ৬০০ টাকায়। ওই দাম টিকা প্রতি কমিয়ে করা হল ২২৫ টাকা। কোভ্যাক্সিনের দাম এত দিন ছিল ১ হাজার ২০০ টাকা। এই টিকার দামও কমিয়ে ২২৫ টাকা করা হয়েছে। শুক্রবার কেন্দ্র জানিয়েছে, ১০ এপ্রিল থেকে বেসরকারি টিকাকরণ কেন্দ্রে বুস্টার টিকা দেওয়া শুরু হবে।
এর পরেই পুনাওয়ালা টুইটারে লেখেন, ” আমরা কোভিশিল্ডের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি। সব বেসরকারি হাসপাতালে টিকা প্রতি কোভিশিল্ড ৬০০ টাকার পরিবর্তে মিলবে ২২৫। ১৮ -ঊর্ধ্বদের সবার জন্য বুস্টার ডোজ দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। “