Big Story

ঠাঁসা ভিড় এসি বাসে, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরিষেবাকে প্রহসনে রূপান্তর

মধুরিমা সেনগুপ্ত: নামে এসি বাস, অথচ গেটে ঝুলছেন নিত্যযাত্রীরা। জনকল্যাণ থেকে যাদবপুরগামী এক এসি বাসে এই দৃশ্যই লক্ষ্য করা গেলো বৃহস্পতিবার সকালে। করোনা পরিস্থিতিতে সকলকে খোলামেলা যানবাহনে যাতায়াতের উপদেশ দেওয়া হয়েছে যাতে শ্বাস-প্রশ্বাস নিতে কোনোরকম অসুবিধা না হয়। এই অবস্থায় এসি বাসগুলোয় জানলা-দরজা সব বন্ধ থাকায় বাসে সীমিত যাত্রী নেওয়ার নির্দেশ থাকলেও তা পালন করা হচ্ছেনা বলে অভিযোগ। একনাগাড়ে বৃষ্টির ফলে জল জমায় সখেরবাজার থেকে টালিগঞ্জ-এর মধ্যে অটো চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। অটোগুলি অন্য ঘুরপথে গন্তব্যে যাচ্ছে। ফলে মাঝের স্থানগুলিতে পৌঁছনোর জন্য ভরসা একমাত্র বাস। অনেক পরিমান যাত্রী উঠে পড়ায় কার্যত সঠিক পরিষেবা দিতে অক্ষম সেই যাত্রীবোঝাই বাসগুলি।

এসি বাস হওয়ায় জানলা বন্ধ, এদিকে বাসে ঠাসা নিত্যযাত্রী। কয়েকজন আবার গেট থেকে ঝুলছেন। এই দমবন্ধকর পরিস্থিতিতে বিপাকে যাত্রীরা। এক নিত্যযাত্রী সুস্মিতা গড়াই এর বক্তব্য, ” টাকা দিয়ে যাচ্ছি এসি বাসে, অথচ পরিষেবা নেই ঠিকঠাক। জানলা বন্ধ, ঠিক করে শ্বাস নিতেই তো পারছিনা। এই করোনা পরিস্থিতিতে যেখানে সামাজিক দূরত্ব মানার কথা সেখানে একে অপরের ঘাড়ের ওপর উঠে যেতে হচ্ছে। আমাদের কিছু হলে দায়ভার কে নেবে?” আরেক যাত্রীর দাবি কনডাক্টর কে বলা হলেও তিনি গ্রাহ্য করছেন না কোনো কথা। ফলে ক্ষোভে ফুঁসছে যাত্রীরা। এদিকে এখনো জল জমে থাকায় অটোর রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন অটোচালকেরা। এতো গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আজ পরিষেবাকে প্রহসনে রূপান্তর, চরম ভোগান্তিতে যাত্রীরা।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: