সারাদিন ধরে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টি, তবে বজায় থাকবে অস্বস্তি
দুই বঙ্গেই সকাল থেকে অঝরে বৃষ্টি, তবে সতর্কতা জারি উত্তরবঙ্গে

দেবশ্রী কয়াল : সকাল হতেই আবার আচমকা শুরু আকাশ ভাঙা বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। একইসঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে, আবহাওয়া দফতরের তরফ থেকে।
আজ মঙ্গলবার সকাল থেকেই বঙ্গ জুড়েই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সকালের পর থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার, মালদহ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।আর তার জেরেই জারি সতর্কতা।
পরবর্তী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের এই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে দুদিনই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুত্-সহ হবে বৃষ্টি। পরবর্তী ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মূর্শিদাবাদ ও নদিয়ায়। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে মানুষকে।