দক্ষিণবঙ্গে রয়েছে বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা, কিন্তু বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি
উত্তরবঙ্গে জারি সতর্কতা, ৫ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা

দেবশ্রী কয়াল : নিম্নচাপ বাড়ছে, যার জেরে এই বছর সহজেই বিদায় নিচ্ছে না বৃষ্টি। তবে তার জেরে কিন্তু অস্বস্তি কমছে না। এই অস্বস্তিকর পরিবেশ থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছেন না দক্ষিণবঙ্গবাসী। আজ কলকাতায় রয়েছে বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ সারাদিন আকাশ মেঘলা হয়ে থাকবে, কয়েক পশলা বৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।
যেহেতু আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে তাই বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কোথাও কোথাও অবশ্য দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯৫ শতাংশ। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে প্রচুর পরিমানে জলীয় বাষ্প উত্তরবঙ্গে প্রবেশ করায় সেখানকার জেলাগুলিতে আগামী পাঁচদিন ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এদিকে মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এবং জলপাগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর হাওয়া অফিস, দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ভারী মাপের বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। তার জেরেই আগামী ২৪ ঘণ্টায় মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। তার জেরে উত্তাল থাকবে সমুদ্র। কিন্তু বৃষ্টির পরেও দক্ষিণবঙ্গবাসীকে অস্বস্তিকর আবহাওয়াতে ভুগতে হবে বলে জানা যাচ্ছে।