Big Story
প্রাণঘাতী ড্রোন হামলা ইরাকের প্রধানমন্ত্রীর বাসভবনে
তিনটি ড্রোন থেকে চালানো হয় বিস্ফোরক হামলা

শর্মিষ্ঠা বিশ্বাস: রবিবার সকালেই ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি নিজে জানিয়েছেন যে, বাগদাদে তার বাসভবনের ওপর বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয় এদিন। হামলায় তার ছয় দেহরক্ষী আহত হয় তবে তার কোনো ক্ষতি হয়নি এমনটাও জানান তিনি। বাগদাদ শহরের টাইগ্রিস নদীর ওপর রিপাবলিক ব্রিজের কাছাকাছি কোথাও থেকে উড়িয়ে মোট তিনটি ড্রোন থেকে হামলা চালানো হয়, যার মধ্যে থেকে দুটিকে নষ্ট করে দেওয়া গেছে। অনুমান, ইরাকের নির্বাচনের সহিংসতার কারণেই এই পূর্ব পরিকল্পিত হামলা, তবে এই হামলার দায় কেউ নেয়নি এখনও। ইতিমধ্যেই শুরু হয়েছে এই হামলার তদন্ত। হামলার পর মুস্তাফা আল কাদিমি টুইট করে সকলকে সংযত থেকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন।