Health
সংক্রমণে স্বস্তি; রাজ্যে কমলো দৈনিক করোনা সংক্রমণ
সমগ্র দেশের করোনা সংক্রমণের কিছুটা হলেও নিয়ন্ত্রণে

শর্মিষ্ঠা বিশ্বাস: স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায়ে আক্রান্ত হয়েছেন ১১৪৫১ জন, এবং মৃতের সংখ্যা ২৬৬। বর্তমানে সারা দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ১৪২৮২৬ জন। তবে এর মধ্যে দেশের করোনা সংক্রমণে স্বস্তির আভাস পাচ্ছেন দেশের বিশেষজ্ঞদের একাংশ।
দূর্গাপুজোর পর যে হারে আবারও সংক্রমণ বেড়েছিল, তাতে অসতর্কিতভাবে ঘোরার ফল ভুগছে রাজ্যবাসী। তবে এবার গতকালের পর একধাক্কায় কমলো সংক্রমণ। সমগ্র দেশে সংক্রমণের হার কিছুটা কম হলেও, কেরল, কর্ণাটক সহ বেশ কয়েকটি রাজ্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গে সংক্রমণের হার এখন নিয়ন্ত্রণে।