বেসরকারি অফিস বন্ধ করা নির্দেশ দিলো দিল্লি সরকার ,বাড়ি বসেই কাজ এবার থেকে
নতুন প্রটোকলের পথে দিল্লি সরকার

তিয়াসা মিত্র : প্রতিদিন লাঠিয়ে বাড়ছে রাজধানীর করোনা গ্রাফ। সেই পরিস্থিতি মোকাবিলাতে কেজরিওয়াল সরকার করোনা প্রোটোকল স্থাপন করেন, যেখানে বলা হয়ে হোটেল,রেস্তোরা, পানশালা সব খোলা থাকবে তবে সম্মস্ত কিছু take away পদ্ধতিতে হবে অর্থাৎ কেউ বসে কিছু খেতে পারবেন না সব বাড়ি নিয়ে চলে যেতে হবে। এরই সাথে বলা হয়েছিল সরকাসরি এবং বেসরকারি অফিস গুলিতে ৫০% কর্মী নিয়ে কাজ করবে, তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়াতে নতুন নির্দেশিকা জারি কেজরিওয়াল সরকারের, বলা হচ্ছে এবার থেকে ওয়ার্ক ফর্ম হোম পদ্ধতি মেনে চলবে বেসরকারি সংস্থা গুলি। তবে জরুরি কালীন যে পরিষেবা গুলি সেগুলি অব্যাহত থাকবে।
রাজধানী দিল্লিতে সোমবার ১৯ হাজারের বেশি নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। যা রবিবারের (২২,৭৫১) তুলনায় খানিকটা কম। যদিও অনেকের মতে, সপ্তাহান্তে রবিবার একাধিক সরকারি পরীক্ষাগার বন্ধ থাকে। তাই সংক্রমণ কম হয়েছে বলে মনে হচ্ছে।দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, ‘‘আগামী দু-একদিনের মধ্যেই শহরে সংক্রমণ চূড়ায় পৌঁছবে। এমনও হতে পারে, আমরা বর্তমানে সংক্রমণের চূড়াতেই অবস্থান করছি। তার পর থেকে ক্রমশ নামবে সংক্রমণ।’’