কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়ে বিক্ষোভ বহাল রাজপথে
কোনও শর্ত ছাড়াই সরকার এবার আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায়, জানায় কেন্দ্র

পল্লবী কুন্ডু : সম্প্রতি কৃষি আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ (Farmer’s protest)এক মহীরুহে পরিণত হয়েছে। আন্দোলন জারি রেখে আজও অবরুদ্ধ দিল্লি-হরিয়ানার (Delhi-Haryana) সীমান্ত। তবে এবার কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে সম্মতি জানিয়েছে কৃষক ইউনিয়ন(Farmers Union)গুলি। প্রস্তাবিত এই বৈঠকে যোগ দেবেন আন্দোলনকারী কৃষকদের একাংশ। যদিও আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা।
এদিকে বিক্ষোভের জেরে এখনো আন্দোলন জারি অন্যদিকে, কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোনও শর্ত ছাড়াই সরকার এবার আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায়। পাশাপাশি প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য থেকে এই অভ্যাস পাওয়া যায়, আইন প্রত্যাহারের কোনও সম্ভাবনাই নেই। আজ দুপুরে বিজ্ঞানভবনে আলোচনা শুরু হওয়ার কথা, সময় নির্ধারণ করা হয়েছে বেলা ৩টে। সূত্রে জানা যাচ্ছে, সেখানে তারা কৃষি আইন প্রত্যাহারের-ই দাবি জানাবেন।
ইতিমধ্যেই কৃষি আইন নিয়ে যে বিক্ষোভ তা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। দিল্লিতে প্রবেশের পাঁচটি পয়েন্ট রয়েছে কড়া পুলিশি নজরদারিতে। যেহেতু কৃষকরা দিল্লি অভিমুখে আসছেন তাই ইতিমধ্যে রাজধানীতে প্রবেশের দুটি পয়েন্ট পুলিশ বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই দিল্লি চলো ডাক দিয়ে রাজপথে নেমে পড়েছে কৃষক সমাজ। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে দেশের বিভিন্ন কৃষক সংগঠন। এই গৃহীত কৃষি আইনের বিরোধিতায় দিল্লির নিলানকারি মাঠে রীতিমতো ক্যাম্প তৈরি করে অবস্থান বিক্ষোভ করছেন হাজারো কৃষক। আজ আরও অনেক কৃষক পায়ে হেঁটে দিল্লি সীমান্তে পৌঁছাবেন। এই বিক্ষোভের মাঝেই একাধিক কৃষক গতকাল গুরুনানোকের ৫৫১ তম জন্মবার্ষিকীতে গুরুসরণ সেরে ফেললেন রাস্তাতেই।