West BengalYouth

মমতা অপমানের প্রতিবাদে শহরে আজ বিক্ষোভের আবহাওয়া

তিন শিক্ষা প্রতিষ্ঠানে আজ বিক্ষোভের কর্মসূচি

তিয়াসা মিত্র : গতকাল বেনারসের ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই গোটা শহর জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত মিছিল এবং প্রতিবাদের পরিস্থিতি। প্রেসিডেন্সি কলেজ-এর তৃণমূল ছাত্র পরিষদ এবং যাদবপুর উনিভার্সিটি, মণীন্দ্রনাথ কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে শুরু হয়েছে বিক্ষোভের কর্মসূচি।

জানা গেছে, গতকাল মুখ্যমন্ত্রীর গাড়ি আটক করা হয় বেনারসের গঙ্গাঘাটে যাওয়ার পথে এবং তাকে ঘিরে শুরু হয়ে বিজেপি-এর বিক্ষোভ। কালো পতাকা দেখিয়ে তাকে ফিরে যাওয়ার কথা বলতে সোনা যে বিজেপি সমর্থকদের। স্লোগান দিতেও শোনা যায় ” জয় শ্রী রাম ” তবে পাল্টা জবাব দেন রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে আজ শহর জুড়ে বিক্ষোভ মিছিলের গরম হওয়া।

প্রেসিডেন্সি চত্বরে দেখা যায় একটি গামলাতে মোদী, শাহ এবং যোগীর ফটোতে গঙ্গার জল ঢালা হয়ে এবং ছাত্র পরিষদকে বলতে শোনা যায় ” গঙ্গা জলে সৎকার করা হচ্ছে ওনাদেরকে ! ” আবার জানা যাচ্ছে যাদবপুর উনিভার্সিটির কাছে এসে তারা একত্রিত হয়ে গঙ্গার জলে মমতার ছবি সাধিত করবে। অন্যদিকে মণীন্দ্রনাথ কলেজ থেকে একটি মিছিল বেরিয়ে শ্যামবাজার পর্যন্ত আসে তবে কোনো অশান্তির খবর পাওয়া যায়নি এই বিষয়ে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: