
সায়ন দেবসিংহ : ডিজেলের দাম এবার নিম্নমুখী। ৯০ টাকা হলো ডিজেল। গত ১১ দিন ধরে বিভিন্ন শহরে পেট্রোল-ডিজেলের দাম এক রইলো। মেট্রো শহরগুলিতে। পেট্রোল-ডিসেলের দাম নিম্নমুখী হওয়ায় স্বস্তিতে রাজ্যবাসী। পেট্রোলের দাম ১১০ টাকা থেকে কমে হয়েছে লিটার প্রতি ১০৪.৬৯ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৮৯.৭৯ ।
এই জ্বালানির দামের ওপর নির্ভর করে অন্যান্য রোজকার দ্রব্যমূল্য। শাকসবজির দামও হ্রাস পাবে এর কারণে।