সবজির দাম বাড়ার জন্য রাজ্য সরকারকে দায়ী করল দিলীপ ঘোষ
নির্বাচনী ফান্ডের জন্যে বাজারে সবজির দর বেশি, সরকার দিচ্ছে না কোনো নজর

দেবশ্রী কয়াল : বাজারে সবজির দাম এখন অগ্নিমূল্য। পূজার পরেও দাম কিছুতেই কমছে না সবজির। মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তের মাথায় পড়েছে হাত। আর এবার বাজারে সবজির দাম অগ্নিমূল্য হওয়ায় তার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কারন দেখিয়ে বলেন, নির্বাচনী ফান্ডের জন্যই নাকি এমন মূল্য বৃদ্ধি বাজারের।
আজ শুক্রবার প্রাতঃভ্রমণে ইকো পার্কে গিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করে ওঠেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকেই আলু-পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলেন তিনি। বাজারে সবজির দাম কেন এত বাড়ছে সেই উত্তরে বিজেপি সাংসদ বলেন, ‘এই সময় এমনিতেই শাক-সবজি, ফলের দাম বাড়ে। তাই বাজার নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব সরকারের। কিন্তু সেসব কোথায়, তার তো কিছুই দেখা যাচ্ছে না। আলু ও পিঁয়াজের দাম বেড়ে চলেছে। এই সবকিছুই নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য করা হচ্ছে। এই বিষয়ে সরকারের সতর্ক হওয়া উচিত।’
এদিন পিঁয়াজের দর বৃদ্ধি হলেও আলুর দাম বাড়ার কোনও কারণ নেই বলেও এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘পিঁয়াজ নাসিক থেকে আসে, তাই পিঁয়াজের দাম বাড়ার পিছনে একটা কারণ আছে। হতে পারে ফসল কম হয়েছে, বা তা নষ্ট হয়েছে। কিন্তু আলুর দাম বাড়ার কোনও কারণ নেই। আলু তো তারকেশ্বর থেকে আসে। পশ্চিমবঙ্গে আলু চাষও হয়।’