
লেখক শ্রী রাজর্ষি
মেষ- মানসিক শান্তি থাকবে। পরিবারে সুখী পরিবেশ থাকবে। ব্যস্ততা বাড়বে। গাড়ি কিনতে পারেন। ব্যবসা বিস্তার হবে। অধিক পরিশ্রম করতে হবে। লাভের সুযোগ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ- মনে চিন্তা থাকবে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সন্তানের তরফে সুসংবাদ পাবেন। গাড়ি কিনতে পারেন। শিক্ষাকাজে ব্যবধান আসবে। স্বাস্থ্যের যত্ন নিন। অবসাদ নেবেন না।
মিথুন- স্বাস্থ্য সমস্যার কারণে চিন্তিত থাকবেন। চাকরিতে স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরিবারের কারণে মন চিন্তিত থাকবে। মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। মানসিক শান্তি পাবেন তবে বিবাদ থেকে দূরে থাকুন।
কর্কট- আত্মবিশ্বাস সত্ত্বেও মন অশান্ত থাকতে পারে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের সঙ্গ পাবেন। মানসিক শান্তি থাকবে। পড়াশোনায় রুচি বাড়বে তবে শিক্ষাকাজে ব্যবধান আসবে। বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।
সিংহ- চিন্তিত থাকবেন। পরিবারের সমস্যায় মনোনিবেশ করুন। ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। কোনও বন্ধুর সঙ্গে যাত্রায় যেতে পারেন। মানসিক শান্তি থাকবে। মেজাজ খিটখিটে থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যোন্নতি হবে। মায়ের কাছ থেকে অর্থ লাভ করবেন।
কন্যা- ব্যবসায় রুচি বাড়বে। ব্যবসা বিস্তার হতে পারে। অধিক পরিশ্রম করতে হবে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হচ্ছে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। ব্যবসার কারণে যাত্রায় যেতে পারেন। অধিক ব্যয় হবে। পরিবারে ধর্মীয় কাজ সম্পন্ন হবে।
তুলা- দাম্পত্য সুখে বৃদ্ধি হবে। পারিবারিক জীবন সুখে কাটবে। শিক্ষা কাজে শুভ ফল লাভ করবেন। চাকরিতে স্থান পরিবর্তন হতে পারে। অধিক ব্যয় হবে। চাকরিতে ইচ্ছা বিরুদ্ধ অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন।
বৃশ্চিক- মনে চিন্তা থাকবে। আত্মবিশ্বাস কমবে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। চাকরিতে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। সন্তানের স্বাস্থ্য বিকার হতে পারে। ব্যয় অধিক হবে। মা-বাবার সহযোগিতা লাভ করবেন। সুসংবাদ পাবেন।
ধনু- কোনও বন্ধুর সহযোগিতায় আয় বৃদ্ধি হবে। আত্মবিশ্বাস কমবে। চাকরিতে আধিকারিকদের সঙ্গে মতভেদ হতে পারে। স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। লাভের সুযোগ পাবেন।
মকর- আত্মবিশ্বাসী থাকবেন তবে ধৈর্য কমবে। চাকরি পরিবর্তনের সুযোগ পেতে পারেন। পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। ইচ্ছাবিরুদ্ধ কোনও অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। পরিশ্রম অধিক হবে। স্বাস্থ্যের কারণে সমস্যা বাড়তে পারে।
কুম্ভ- পড়াশোনায় রুচি বাড়বে। শিক্ষার জন্য যাত্রায় যেতে পারেন। অধিক পরিশ্রম করতে হবে। মান-সম্মান লাভ করবেন। অতি উৎসাহী হবেন না। ব্যয় বাড়বে। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন।
মীন- কথাবার্তায় ভারসাম্য বজায় রাখুন। শিক্ষাকাজে মনোনিবেশ করতে পারেন। কাজে ব্যবধান আসতে পারে। পরিবারের সঙ্গ করবেন। স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। মায়ের সহযোগতিায় আয়ের উৎস বিকশিত হতে পারে। শিক্ষাকাজে কাঙ্খিত পরিণাম লাভ করবেন।