রাজ্যে আবারও লাফিয়ে বাড়ছে করোনা, আক্রান্ত ৫১১
রাজ্যে মোট করোনার আক্রান্ত ১৬ লক্ষ ১৫ হাজার ৩৭৮ জন

বনিতা রায় : করোনার নতুন প্রজাতি ওমিক্রনের আক্রমণ ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় হানা দিয়েছে। এর মাঝে গত কয়েকদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭০০ পার করেছিল,তবে সোমবার তা অনেকটাই কমেছে। কলকাতাতেও আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছিল কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমন হয়েছে ৫১১ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১৫ হাজার ৩৭৮জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। ইতিমধ্যে রাজ্যে সংক্রমণের হার ২.১১ শতাংশ বেড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরন হয়েছে ২ লক্ষ ২৮ হাজার ২০৩ জন। রাজ্যে মোট টিকাকরন হয়েছে ৯ কোটি ১৫ লক্ষ ৪৩ হাজার ৯৩৫জনের। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। তাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১৯ হাজার ৪৭৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ২৬৯ জনের এর মধ্যে পজিটিভ ৫১১ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এখন পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা কিছুটা কমেছে।