মহিলাদের মাসিক চক্রের সময়ে কালে দুদিন বেশি ছুটির ব্যাবস্থা করলো ”swiggy”

তিয়াসা মিত্র : এক নতুন নজির সৃষ্টি করলো ফুড ডেলিভারি সংস্থা ”swiggy”, প্রতি মাসে অন্তত দুদিন বিনা প্রশ্নে ছুটি দিতে নির্দেশ দেওয়া হলো সংস্থার ওপর মহল থেকে। কারণ হিসেবে বলা হচ্ছে অধিকাংশের বেশি মহিলা মাসের এক দিন বা দুদিন কাজ করতে নাড়াজ হন মাসিকের অসস্থিকর পরিস্থিতি থেকে বাঁচতে। তবে এই ক্ষেত্রে অনেকে কারণ জানাতে দ্বিধাবোধ করে যার দরুন একটি বৈঠক করে হয়ে সি সংস্থার সবার সাথে এবং এই ছুটিকে মঞ্জুর করা হয়ে প্রতিটি মহিলার জন্য।
বলা হয়েছে , এই দুদিনের ছুটি বেতন ক্রমিক হবে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট জানান ” ঋতুস্রাব চলাকালীন মহিলাদের পথ ঘাটে বেরোনোর সময়ে যে অসাচ্ছন্দের কারণে মহিলারা কাজ করতে চাননা। তাদের সকলের কথা ভেবেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
জানা যায় ওই সংস্থাএ কাজ করে ৯৯শতাংশ মহিলার বেশ ৪৫ এর নিচে এবং সেখানে ৮৯ জনের বাচ্চা আছে। তাই তাদের সাস্থ এবং পরিচ্ছন্নতার কথা মাথাতে রেখেই এই সিদ্ধান্ত গৃহীত। তবে এই সিদ্ধান্ত যে অন্যান সমস্ত কর্ম সংস্থার ক্ষেত্রে এক দৃষ্টান্ত তা বলাই বাহুল্য।