Uncategorized

কর্মহীনদের নাকি কাজ দেবে গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্প

লকডাউনে মানুষ খুইয়েছে কাজ, কিভাবে চলবে এখন তাদের জীবন ?

দেবশ্রী কয়াল : করোনার সংক্রমণ রুখতে সারা দেশ জুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন তথা আনলক ওয়ান। ইতিমধ্যেই অনেক মানুষ হারিয়েছেন তাদের চাকরি। সংসার চালাতে গিয়ে হতে হচ্ছে নাজেহাল। এই সময় গ্রামীণ ভারতে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তত্‍পর কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই আগামী ২০ জুন ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রের এই নয়া উদ্য়োগ ভারতের গ্রামাঞ্চলের বেকার তরুণ-তরুণী বিশেষত পরিয়ায়ী শ্রমিকদের কর্মসংস্থানের পক্ষে সহায়ক হবে বলে মনে করছে প্রধানমন্ত্রীর দফতর।

করেনা মোকাবিলায় একটানা লকডাউনের জেরে দেশের অর্থব্যবস্থা ধুঁকছে। ইতিমধ্যেই ভিনরাজ্য থেকে লক্ষ-লক্ষ পরিযায়ী শ্রমিক নিজেদের রাজ্যে ফিরে এসেছেন। তবে তাঁদের অনেকেই নিজেদের রাজ্যে কাজের সুযোগ পাচ্ছেন না। সংসারের খরচ চালাতে দিশেহারা দশা বহু পরিযায়ী শ্রমিকের। অনেকেই করোনা আতঙ্ক নিয়েই ফের পরিযায়ী শ্রমিকের কাজে যেতেও তত্‍পরতা নিচ্ছেন।

লকডাউনের কারনে বহু ছোট সংস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় তার জেরে কাজ খুইয়েছেন হাজার-হাজার শ্রমিক-কর্মচারী।
এই পরিস্থিতিতে ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ২০ জুন কেন্দ্রের এই নয়া উদ্যোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রামীণ ভারতে জীবিকার সুযোগ বাড়ানোর জন্যই কেন্দ্রের এই তত্‍পরতা। কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে আশা করা যাচ্ছে লাভবান হবেন পরিযায়ী শ্রমিকরাও। দেশের ৬টি রাজ্য়ের ১১৬টি জেলায় ১২৫ দিনের এই ক্যাম্পেন চলবে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading