Economy Finance

উৎসবের পরও আগুন সবজি বাজার, স্বস্তি মিলেছে মাছ বাজারে

টমেটো সেঞ্চুরি পার করল ৮০ টাকা থেকে ১০০ টাকা

বনিতা রায় : স্বাভাবিক ভাবে উৎসবের মধ্যে বাজার আগুন থাকে কিন্তু সব পেরিয়ে যাবার পরেও বাজার অগ্নিমূল্য। এরমধ্যে কিছুটা স্বস্তি মিলেছে মাছ বাজারে। তরকারির স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার কিন্তু এবার তা সেঞ্চুরি পার করল। এই মুহুর্তে টমেটোর দাম ১০০ টাকা যার ফলে সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ছে। সবজি বাজারের দাম কমার কোনরকম আশা নেই এই মুহুর্তে। শীতের সবজি ফুলকপির দামও আগুন যার জন্য নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

মাছ বাজার তুলনামূলক ভাবে বেশ কিছুটা সস্তা। রুই-কাতলা একটু সস্তা কিন্তু স্বাভাবিকভাবেই জিওল মাছের দাম একটু বেশি। ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ছোট ইলিশ যা সাধ্যের মধ্যে সাধারণ মানুষের। আবার বড় ইলিশের দাম রয়েছে ১৪০০ টাকা।মোটামুটি সাধ্যের মধ্যেই মিলছে পাবদা, ছোট ট্যাংরা। পমফ্রেট প্রতি কেজি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: