Weather

পুজোয় রেহাই মিললেও বঙ্গে ফের দুর্যোগের ঘনঘটা

রবিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা

মধুরিমা সেনগুপ্ত: পুজোতে কিছুটা স্বস্তি মিললেও পুজোর শেষে নাকাল শহরবাসী। দশমী থেকেই শুরু হয়েছে বর্ষার দৌরাত্ম্য। আবহাওয়া দপ্তর সূত্রে খবর রবিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই শনিবার রাত থেকে শহরে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গেছে। রবিবার সারাদিন একশ মেঘলা থাকবে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে।

পাশাপাশি অতিবৃষ্টিতে ভাসছে কেরল। ভয়াবহ বৃষ্টিপাতে মৃত্যু হয়েছে সাত জনের, বহু মানুষ এখনো নিখোঁজ। আগাম সতর্কতা জারি করেছে মৌসম ভবন। তাদের বক্তব্য বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের কারণে রবিবার থেকেই ঝোড়ো আবহাওয়ার সাক্ষী থাকবে দক্ষিণবঙ্গ। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছি আবহাওয়া অফিস।

মৌসম ভবনের তরফে জারি করা সতর্ক বার্তায় এও বলা হয়েছে যে বৃষ্টির সাথে সাথে চলবে ঝোড়ো হাওয়াও। রবিবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে হাওয়ার বেগ থাকবে ৪০ কিলোমিটার। ফলে রাজ্যে দৈনন্দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত নিচে নামতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে লক্ষীপুজো পর্যন্ত এই বৃস্পতি থেকে নিস্তার নেই এমনটাই আশংকা আবহাওয়াবিদদের।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: