Big Story

বাজির দোকানে বিস্ফোরণ, ঘটনাস্থলে মৃত ৫

অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় এই বিপর্যয়

বনিতা রায় : তামিলনাড়ু কাল্লাকুরচি জেলার শঙ্করপুরমের এলাকায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকান্ড। বাজির দোকানে আগুন লাগার ফলে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। সামনেই দীপাবলি যার জন্য দোকানে প্রচুর পরিমানে বাজি মজুত করা ছিল। হঠাত্‍ই গতকাল রাতে আগুন লাগে এবং যেহেতু প্রচুর বারুদ মজুত ছিল তাই সমস্ত দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় সমস্ত এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে গুরুতর অবস্থায় আহত ৫ জনকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের সবার শরীরের প্রায় ৯০ শতাংশ আগুনে ঝলসে গিয়েছিল। হাসপাতালের চিকিত্‍সকদের বহু চেষ্টার ফলেও আহতদের বাঁচাতে পারেননি। দমকলকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনে। এখনও কিছু জানা যায়নি, কীভাবে আগুন লাগল তা তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার কথা জানার পরেই টুইট করে মুখ্যমন্ত্রী এমকে স্টালিন সমবেদনা জানিয়েছেন মৃতদের পরিবারকে এবং মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। বাকি যারা চিকিত্‍সার জন্য রয়েছে হাসপাতালে তাদের জন্য ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা বলেছেন তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: