Nation

সত্য জানতে চাইবার চরম মাসুল : বেঙ্গালুরু আরটিআই কর্মী খুন

গৌরী লঙ্কেশ থেকে আরটিআই কর্মী রঞ্জিত সোনি চরম শিক্ষা দিল আততায়ীরা

নিউজ ডেস্ক : নিশ্চয় মনে আছে একজন ভারতীয় সাংবাদিক কে গুলি করে খুন করা হয়েছিল। তিনি লংকেশ পত্রিকার সম্পাদক ছিলেন। ৫ ই সেপ্টেম্বর, ২০১৭ তারিখে তার বাড়ির (রাজারাজেশ্বরী নগর, বেঙ্গালুরু) বাইরে অজানা আতাতীয়দের হাতে গুলিবিদ্ধ হন। তার মৃত্যুর সময়, গৌরি ডানপন্থী হিন্দু চরমপন্থীর সমালোচনার জন্য পরিচিত ছিলেন এবং তিনি সমাজের মূলধারায় অনেক নকশাল পন্থী বা উগ্রপ্রতিবাদীদের ফিরিয়ে আনতে চেষ্টা করেন, চরম মৌল্যবাদের বিরুদ্ধে সব হওয়াতে তাকে প্রানদীতে হয়েছিল বলে আলোচিত , কিন্তু আজও বিচার চললেও দোষীদের শাস্তি এখনও অধরা।

আবারও রক্তাত্ব হল আরটিআই কর্মী রঞ্জিত সোনিকে। ভোপাল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বিদিশায় ঘটনাটি ঘটেছে।বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বিদিশা জেলায় তথ্যের অধিকার (আরটিআই) কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ জানিয়েছে।

আরটিআই কর্মী রঞ্জিত সোনিকে দিনের বেলায় একটি সরকারি অফিস থেকে বেরিয়ে আসার সময় গুলি করে হত্যার এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

যথারীতি ঘটনা ঘটে যাবার কিছু পরেই পুলিশ পৌছায় । অতিরিক্ত পুলিশ সুপার, বিদিশা, সমীর যাদব সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে রঞ্জিত সোনি কিছু নথি সংগ্রহ করতে জনপদ পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন। তিনি অফিস থেকে বের হয়ে গেটে পৌঁছানোর সময় একজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে নিহত হন, পুলিশ জানিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।

প্রশাসনের পক্ষে পরিষ্কার করে কিছু বলে নি , জানিয়েছেন যে তদন্ত চলছে তবে কাউকে গ্রেফতার করা হয়নি। যতটুকু জানাযাচ্ছে ঞ্জিত সোনি অল্প বয়েস থেকেই প্রতিবাদী , বিভিন্ন বিষয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত রাখতেন ও নানান উন্নয়ন মূলক কাজে যুক্ত ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলে বিরোধী দলের পক্ষে প্রশাসনের বিপক্ষে মত প্রশ্ন করেছেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: