নামিয়ে ফেলুন আরো গরম জামা, জাঁকিয়ে শীতের ব্যাটিং শুরু আগামীকাল
তৈরী হন জমিয়ে শীতের মজা নিতে, আগামীকাল থেকেই নামবে পারদ, জানালো হাওয়া অফিস

পৃথা কাঞ্জিলাল : ডিসেম্বর শুরু হয়েছে তবে শীতবস্ত্রে হাত না দিতেই দেখা গিয়েছিলো কলকাতাবাসী (Kolkata)কে। তবে হাওয়া অফিসের দেওয়া বয়ানে অন্যরকম বার্তা এলো এইবার। জাঁকিয়ে শীত আসছে, এমনি বার্তা দিচ্ছে আবহাওয়া দফতর (Meteorogical Department)। তাদের মতে আজ বৃহস্পতিবার সকালে সামান্য কুয়াশা থাকলেও পরের দিকে থাকবে পরিষ্কার আকাশ। তবে শুক্রবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দ্রুত। রাতের তাপমাত্রা নামবে অনেকটা। শনি থেকে মঙ্গল জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। কলকাতায় পারদ ছুঁতে পারে ১২ ডিগ্রিতে এবং জেলায় দশের নীচে নামবে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব না থাকায় উত্তর পশ্চিম ভারতে এরমধ্যেই জাঁকিয়ে শীত পড়েছে। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু অংশে। উত্তর পশ্চিম ভারতের এই শৈত্য প্রবাহ এর জেরে শীতল হবে মধ্যভারত ও পূর্ব ভারত।
জানা যাচ্ছে আগামীকাল শুক্রবার রাত থেকে পারদ নামবে পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বিহার ঝাড়খণ্ড ওড়িশা ও পশ্চিমবঙ্গে সপ্তাহান্তে ৪ থেকে ৬ পর্যন্ত রাতের তাপমাত্রা নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। অন্য দিকে পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় এবং বঙ্গোপসাগরে কোনও সিস্টেম সক্রিয় না থাকায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি এসে গিয়েছে বাংলায়।আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি।
আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশা সর্তকতা রয়েছে দিল্লি, পাঞ্জাব-সহ পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে। আগামী ৪৮ ঘন্টাতে ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড় ও বিহারে ঘন কুয়াশার সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে লাক্ষাদ্বীপে। তামিলনাড়ু, পন্ডিচেরি,কেরল, মাহে, লাক্ষাদ্বীপ-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে এখন কয়েকদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। রাতের দিকে তাপমাত্রার পারদ অবশ্য নামবে অনেকটা।