West Bengal

আচমকাই আগুন লাগে বিধাননগর পৌরসভায়, এড়ানো সম্ভব হয়েছে বড়ো বিপদ

শুক্রবার বিধাননগর পৌর নিগমের চার তলায় আগুন লাগে।

পল্লবী কুন্ডু : ফের অগ্নিকান্ড, আচমকাই আগুন লেগে যায় বিধাননগর পৌর সভায়। আজ অর্থ্যাৎ শুক্রবার বিধাননগর পৌর নিগমের চার তলায় আগুন লাগে। পৌরসভা সূত্রের দাবি আনুমানিক চারটে নাগাদ বাইরে থেকে দেখা যায় চার তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর পর খবর পাঠানো হয় পৌর ভবনে। তারপরেই খবর পাওয়ার সাথে সাথে তড়িঘড়ি সবাই বেরিয়ে আসেন।

মুহূর্তের মধ্যেই একটা বিপদ ঘটে যেত তবে এড়ানো সম্ভব হয়েছে বড়ো বিপদ। সেই সময় কাউন্সিলরদের নিয়ে পাঁচ তলায় বোর্ড মিটিং চলছিল।খবর পেয়ে মেয়র সহ সব কাউন্সিলর ও কর্মীরা বেরিয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের তিনটে ইঞ্জিন ঘটনাস্থলে এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।তবে প্রাথমিক ভাবেই দমকলের কর্মীরা অনুমান করছেন যে, এসি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।

ইঞ্জিনিয়ারদের দফতরে আগুন লেগেছে বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের তিনটে ইঞ্জিন গিয়ে পৌঁছেছে।আধ ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বোস।ইতিমধ্যেই ফাঁকা করে দেওয়া হয়েছে গোটা ভবনটি। মেয়র, ডেপুটি মেয়র সহ কাউন্সিলর ও কর্মীদের ভবনের বাইরে বের করে আনা হয়েছে।খালি করে দেওয়া হয়েছে পৌর ভবন। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: