প্রথম বর্ষের পড়ুয়াদের আপাতত যেতে হচ্ছেনা কলেজে
বিশ্ববিদ্যালয়ের অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে দেখে নিন নয়া নির্দেশিকা

শর্মিষ্ঠা বিশ্বাস : রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী ১৬ই নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। এনিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল। তবে এবার স্কুল-কলেজ খোলার আগেই মঙ্গলবার নতুন নির্দেশনা ঘোষণা করলো কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের এখনই সশরীরে কলেজে যেতে হবেনা, আপাতত অনলাইনে তারা ক্লাস সারবে। আবার দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা থিওরী ক্লাস অনলাইন-অফলাইন মিলিয়ে মিশিয়েই করবে, শুধুমাত্র প্র্যাকটিকাল পরীক্ষা দিতে যাবে বিশ্ববিদ্যালয়ে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়েও UG-এর প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য একই নির্দেশনা জারি করা হয়েছে। তবে স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে কলা বিভাগের কোন বর্ষের ছাত্রছাত্রীরা অফলাইন ক্লাস করবে, তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট বিভাগ। পিএইচডি, এমফিল, স্নাতকোত্তরের ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অফলাইনেই ক্লাস করতে হবে, তবে অনলাইন ক্লাসের সুবিধাও থাকবে তাদের জন্য।