তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতি, বিপর্যস্ত চেন্নাই
জলমগ্ন অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে সুরক্ষিত জায়গায়

সায়ন দেবসিংহ : অতিবৃষ্টির কারণে তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টির ফলে ডুবে গেছে চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। এছাড়াও অনেক জায়গাই প্লাবিত হয়েছে এই অতিবৃষ্টির কারণে।আজ মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে বেরিয়েছিলেন। এরপরেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এমতবস্থায় স্কুল-কলেজ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামীকাল ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা আছে। আজ বেলা সাড়ে ৮টা পর্যন্ত শুধু চেন্নাইয়েই ২১ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার ফলে
অধিকাংশ রাস্তাঘাট প্লাবিত। যানবাহনগুলি অর্ধেক ডুবেছে জলের তলায়। গত ৬ বছরে এমন বৃষ্টি হয়নি বলেই জানা যাচ্ছে। প্রশাসন সূত্রে খবর, জলমঙ্গ অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে সুরক্ষিত জায়গায় । স্ট্যালিন বলেন, ‘‘দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার সকলকে ক্ষতিপূরণ দেবে। শহরে ৪৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। আজ সকাল থেকে ৫০ হাজার খাবারের প্যাকেট বিলি করা হয়েছে।’’