Weather

আবহাওয়ার প্রকৃতি যেন ছলনাময়ী, একবার শীত একবার গরম

আগামী দু দিন ১৮-র ঘরে থাকবে তাপমাত্রা

তিয়াসা মিত্র : গত কয়েকদিন কলকাতার আবহাওয়া নিয়ে শারীকিক গোলযোগের মধ্যে মানুষ। একদিন ঠান্ডার অনুভূতি থাকলে পরেরদিন সকালে প্রচন্ড গরম। কখনো ঘামের সাথে সম্পর্ক আবার কখনো শীতের পোশাক। এরই মধ্যে নাকি আবার নিম্নচাপের ভ্রুকুটি কড়া নাড়ছে ওড়িশা উপকূলে যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলে, এমনি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামীকাল কলকাতার তাপমাত্রা ছিল ২০ ডিগ্ৰী-এর নিচে এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৯.৮ ডিগ্ৰী সেলসিয়াস এমনি খবর মৌসুম ভবন থেকে। আগামী দু দিন ১৮-র ঘরে থাকবে তাপমাত্রা। আকাশ পরিষ্কার থাকতে উত্তরের হওয়া ঢুকছে শহর এবং শহর তলিতে যার জেরে পারদস্তম্ভ নামছে। তবে এখনই নয় পুরোপুরি শীতের আগমন।

কারণ হিসাবে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের ওপর শক্তি সঞ্চয়ে করছে সেই নিম্নচাপ যার জেরে ওড়িশা উপকূলে সতর্কতা জারি হচ্ছে সাথে সাথে কলকাতা সহ ২৪ পরগনার হতে পারে বৃষ্টি কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা ডিসেম্বরের প্রথম সপ্তাহান্তে। তবে আপাতত শহরের বুকে থাকবে শীতের আমেজ সাথে চলবে উত্তুরে হওয়া।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: