
মধুরিমা সেনগুপ্ত: প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। সূত্রের খবর তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। বার্ধক্যজনিত কারণেই মারা যান তিনি। আজ সকালে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। রবিরঞ্জন চট্টোপাধ্যায় প্রথম জীবনে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তারপরেই তিনি রাজনীতিতে যোগ দেন। রবিরঞ্জন চট্টোপাধ্যায় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ছিলেন। ২০১১ সালে ও ২০১৬ সালে তিনি বিধায়ক হন।