ফোর্ট উইলিয়ামের বেসমেন্ট অফিসে আগুন, ৪টি ইঞ্জিনের সহায়তায় পরিস্থিতি আসে নিয়ন্ত্রনে
আপাতত নেই হতাহতের খবর, খোঁজ চলছে আগুন লাগার কারন

দেবশ্রী কয়াল : বিপদের যেন শেষ নেই, সাত সকলেই ঘটে যায় অগ্নিকান্ড। আজ সোমবার সকালে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দফতর, ফোর্ট উইলিয়ামের বেসমেন্ট অফিসে লাগে আগুন। এরপর দ্রুত খবর দেওয়া হয়, দমকল দফতরে। এরপর চারটি ইঞ্জিনের তৎপরতার সাথে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। তবে এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যাচ্ছে এদিন সকাল ৭.৩৫ মিনিট নাগাদ ফোর্ট উইলিয়ামের বেসমেন্ট অফিসে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফোর্ট উইলিয়ামে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীদের তত্পরতায় বেলা ১১.১৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে কেন হটাৎ করে আগুন লাগল তাঁর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট-সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত।