Industry & Tread

চলছে লকডাউন, তার মধ্যে কাজের সুবিধার্থে নয়া প্ল্যান জিও-র।

কর্মীদের যাতে বাড়ি বসে কাজ করতে সুবিধা হয় তাই নতুন প্ল্যান লঞ্চ করল জিও।

@ দেবশ্রী : করোনার আতঙ্কে এখন সারা বিশ্বে। আর তার জেরে কার্যত বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি কোম্পানি। একাধিক দেশে চলছে লকডাউন। ভারতেও ক্রমেই বাড়ছে এই ভাইরাসে আক্রান্তে সংখ্যা। ইতিমধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। পাশপাশি বেশ কয়েকজন এই ভাইরাসে মারা গিয়েছে। তারই মাঝে যে সকল কোম্পানি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছে তাদের জন্য বাজারে এসে গেল জিওর নয়া প্ল্যান।

ইতিমধ্যেই বিএসএনএলের তরফ থেকে আনা হয়েছিল এই জাতীয় প্ল্যান কর্মীদের সুবিধার জন্য। আর এবারে সেই একই পথে হেটে জিও নিয়ে এল তাঁদের নতুন প্ল্যান। ৫১ দিনের জন্য আনা এই প্ল্যানে গ্রাহকেরা পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটার সুবিধা। যার জেরে বাড়ি থেকে কাজ করতে তাদের অসুবিধা হবে না।

তবে কেবল মাত্র ডেটা প্ল্যান হিসেবে এই জরুরি পরিস্থিতিতে জিও এই নয়া পদক্ষেপ গ্রহন করেছে। এর ফলে কর্মীদের কোন রকম অসুবিধার মধ্যে পরতে হবে না। উপরন্ত কাজ করতে পারবেন মন দিয়ে। এই প্ল্যানে ফোন করার বা মেসেজের কোনরকম বাড়তি সুবিধা নেই।

গ্রাহকরা এই প্ল্যানে ১২০ জিবি হাই স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। তবে নির্দিষ্ট সীমা পেরিয়ে গেলে কিছুটা হলেও স্পিড কমে যাবে বলে জানানো হয়েছে। বিএসএনএলের তরফে ল্যান্ড লাইন গ্রাহকদের জন্য এই পরিষেবা আনা হয়েছিল। তাতে জানানো হয়েছিল গ্রাহকদের জন্য থাকছে ৫ জিবি পর্যন্ত ডেটা ব্যবহারের সুবিধা। তবে এবারে জিওর তরফ থেকে এই নয়া প্ল্যান বাজারে আসাতে কিছুটা হলেও স্বস্তিতে গ্রাহকেরা। তবে এখন দেখার বিষয়, বাকি নেটওয়ার্কিং কোম্পানি এই পরিস্থিতিতে কোন পদক্ষেপ গ্রহন করে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading