কেন্দ্র থেকে বিনামূল্যে রেশন দেওয়া বন্ধ, কিন্তু কেন? জেনে নিন
প্রায় ৮০ কোটি মানুষ ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন

মধুরিমা সেনগুপ্ত: গতবছর লকডাউনের সময় প্রধানমন্ত্রীর উদ্যোগে কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ঘোষণা করা হয়। মূলত গরিব ও নিম্ন মধ্যবিত্ত, যাদের লকডাউনের সময় অর্থকষ্টে ভুগতে হচ্ছিলো তাদের বিনামূল্যে রেশন দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছিল কেন্দ্র। এই প্রকল্পটির মেয়াদ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুসারে, দেশের খাদ্য সুরক্ষা মিশনের অধীনে থাকা প্রায় ৮০ কোটি মানুষ ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। কিন্তু এইবার এই প্রকল্প বন্ধ করতে চলেছে কেন্দ্র। কেন্দ্রের দাবি দেশের অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে, তাই বিনামূল্যে রেশন দেয়ার আর প্রয়োজন নেই। এই বিষয়েই কেন্দ্রের খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে জানান, “৩০ নভেম্বরের পর বিনামূল্যে রেশন প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য কেন্দ্রের কাছে কোনও প্রস্তাব নেই। বিনামূল্যে রেশন বিতরণের প্রস্তাব কেন্দ্রের কাছে আর আসেনি। সাংবাদিক বৈঠকে তিনি জানান, দেশে অর্থনৈতিক পুনরুদ্ধার ভালভাবেই হচ্ছে। তাছাড়া আমাদের ওএমএসএস নীতিতে এবার খোলাবাজারে খাদ্যশস্য বিক্রিও ভাল হয়েছে। সেই কারণে প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর কোনও প্রস্তাব আমাদের কাছে নেই।”
তবে কেন্দ্র এই প্রকল্প বন্ধ করলেও কিছু রাজ্য ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা নিজেদের খরচে এই প্রকল্প চালু রাখবে। তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগেই বলেছেন যে বিনামূল্যে বাড়ি বাড়ি গিয়ে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করা হবে এই রাজ্যে। যোগী সরকারও নিজরাজ্যে এই প্রকল্পের মেয়াদ হোলি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। করোনা কিছুটা কমলেও বেকারত্ব কিন্তু এখনো দেশের অন্যতম প্রধান জ্বলন্ত সমস্যা। সেই অবস্থায় কোন কোন রাজ্য নিজ খরচে এই প্রকল্পের মেয়াদ বাড়ায় সেটাই লক্ষ্যণীয়।