West Bengal

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন, ডঃ ফুয়াদ হালিম

করোনার সাথে প্রথম সারিতে দাঁড়িয়ে করছিলেন লড়াই, এখন দরকার তাঁর আরোগ্যের

দেবশ্রী কয়াল : অবস্থা বেশ গুরুতর, আর সেই অবস্থাতেই হাসপাতালে ভর্তি হতে হল সিপিআইএম নেতা তথা চিকিত্‍সক ফুয়াদ হালিমকে। বিগত বেশ কয়েকদিন ধরেই তাঁর শরীরে নানান উপসর্গের সন্ধান মেলে। কিন্তু ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে, ফুয়াদ হালিমকে বেলভিউ নার্সিং হোমে ভর্তি করা হয়।

আজ বুধবার তাঁর স্ত্রী সাইরা হালিম ট্যুইট করে এই খবর প্রকাশ্যে আনেন। তাঁর স্ত্রী টুইট করে জানান, ‘কোভিড মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হওয়ার পাশাপাশি, মহামারী চলাকালীন বহু অসহায়, দরিদ্র, অসুস্থ মানুষের সেবা করেছেন আমার স্বামী ডাঃ ফুয়াদ হালিম। তিনি এই মুহূর্তে বেলভিউয়ের আইসিইউতে চিকিত্‍সাধীন রয়েছেন। এই মানসিক পরিস্থিতিতে দয়া করে ওঁর জন্য সবাই প্রার্থনা করুন।’

এই কঠিন পরিস্থিতিতে, করোনা আবহে ফুয়াদ হালিম মাত্র ৫০ টাকায় বহু মানুষের ডায়ালিসিস করেছেন। এই বিষয়ে ডাঃ ফুয়াদ হালিমের সংস্থা কলকাতা স্বাস্থ্য সংকল্প বা কেএসএস শহরের নিম্নবিত্ত মানুষের কাছে একটা বড় আস্থার প্রতীক হয়ে উঠেছে। আর আজ তাঁর অসুস্থায় এখন রাজ্যের সর্বস্তরের মানুষ দ্রুত তাঁর আরোগ্য কামনা করছেন।

Tags
Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: