Entertainment

টলিপাড়াতেও বাজলো সানাই, চার হাত এক দেবলীনা-গৌরবের

'গায়ে হলুদে মন খোলা হাসিই যেন তার আসল অলংকার'

পল্লবী কুন্ডু : বিয়ের আমেজে যখন গোটা শহর জুড়েই সাজো সাজো রব তখন টলি পাড়া বাদ যাবে তা কখনো হয় ? না অন ক্যামেরা কোনো বিয়ের গল্প না। এ যে একেবারে সত্যিকারের বিয়ে। শহরে গোধূলি আলোয় শুরু হবে গৌরব চট্টোপাধ্যায়(Gourab Chatterjee) ও দেবলিনা কুমারে(Deblina Kumar)র বিয়ে। এই বিয়ে নিয়ে টলিপাড়ায় বহুদিন ধরেই চলছিল নানান গুঞ্জন। আর সেই সব গুঞ্জনে ইতি টেনে এবার চার হাত এক হওয়ার পালা। যার ঝলক বিয়ের আগে থেকেই প্রকাশ্যে আনছিলেন এই দুই অভিনেতা।

ছিমছাম সেজেছেন দেবলিনা। সাজে নেই কোনও বিশেষ আড়ম্বর। গায়ে হলুদে মন খোলা হাসিই যেন তার আসল অলংকার। হলুদ শাড়ি, মেহেন্দি ভরা হাত আর সোনার বালায় দেবলিনার রূপের চমক দেখার মতো। বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অল্প অল্প করে বিয়ের প্রস্তুতির ছবি শেয়ার করেছেন দেবলিনা । এবার দেবলিনা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করলেন গায়ে হলুদের লুক ।

যদিও গৌরবের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক গাঢ় না হলেও, এখন গৌরব আর অনিন্দিতা খুব ভাল বন্ধু। আর তাই সম্পর্ক নিয়ে কখনোই কোনোরকম লুকোচুরি করেননি দেবলীনা-গৌরব। বিয়ে নিয়ে বরাবরই স্বপ্ন দেখতেন দেবলীনা। ধূমধাম করে বিয়ে করার ইচ্ছাও ছিল তার একেবারে ষোলো আনা। কিন্তু করোনা বাবাজির চক্করে সবকিছুই মাটি। আর তাই স্বাভাবিক ভাবেই নিজেদের প্রিয়জনদের সাথে অস্বাভাবিক অনুভূতিকে সঙ্গে নিয়েই বেঁধে ফেললেন গাঁটছড়া।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: