Big Story
করোনা আক্রান্ত গৌতম গম্ভীর, উপসর্গ মৃদু রয়েছে
গৌতম গম্ভীর এই বছর মেন্টর হিসাবে যোগ দিয়েছেন লখনউ দলে

তিয়াসা মিত্র : করোনা আক্রান্ত হলেন ভারতের প্রাক্তন ওপেনার তথা বিজেপি পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর । আজ সকালে নিজেই এই খবর নিজের টুইটের মাদ্ধমে জানান। তিনি বলেছেন, মৃদু উপসর্গ রয়েছে তার শরীরে এবং শরীর হয়েছে দুর্বল। তিনি জানান ” আমার সংস্পর্শে যারা এসেছেন তারা সকলে পরীক্ষা করিয়ে নিন , এটা আমার অনুরোধ “
আই.পি.এল -এ কলকাতা নাইট রাইডার্স-এর ট্রফি এনে দেওয়া অধিনায়ক এই বছর মেন্টর হিসাবে যোগ দিয়েছেন লখনউ দলে। সোমবার লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন তাঁদের দলের নাম লখনউ সুপার জায়ান্টস। উল্লেখ্য, এর আগে পুনে দলের মালিক থাকার সময় সঞ্জীবের দলের নাম ছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস, আপাতত তার অনুগামীরা তার আরোগ্য কামনা করেছেন সোশ্যাল মিডিয়া সাইড-এ।