
পল্লবী কুন্ডু : দরজায় কড়া নাড়ছে শীত। এর সাথেই ব্যাগে করে সংসার নিয়ে ঘোরার দিন শুরু। নানা সংসার বলতে স্বামী-সন্তান নয়। এ সংসার হলো রুক্ষ শুষ্ক দিনে নিজেকে সতেজ রাখতে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী। যেমন ধরুন- অয়েল, লোশন, লিপবাম, ভেসলিন আর চিরদিনের সঙ্গী বোরোলিন। তবে আরো একটা দ্রব্য আছে যা এই রুক্ষ দিনে আপনার ত্বককে সতেজ রাখবে। তা হলো গ্লিসারিন(Glycerin), শীতের দিনে এই গ্লিসারিনের উপকারিতা অনস্বীকার্য। কিন্তু অবশ্যই ব্যবহার জানতে হবে তবেই মিলবে ফল।
তাহলে চলুন জেনে নেওয়া যাক এই শীতে কিভাবে ব্যবহার করবেন গ্লিসারিন। এখন যেহেতু সবাই অত্যন্ত ব্যস্ত তাই বাড়তি কিছু করার সময় যদি না থাকে সেক্ষত্রে সরাসরি গ্লিসারিন মুখ ও শরীরের ত্বকে ব্যবহার করতে পারেন। এতে কোনো ক্ষতির আশঙ্কা সাধারণ ভাবে থাকে না। কারণ, গ্লিসারিন যে কোনো রকম ত্বকের জন্যই উপকারী। তবে গ্লিসারিন যেহেতু একটু চটচটে হয়। তাই শুধু গ্লিসারিন লাগিয়ে অনেকেই চটচটে ভাবের জন্য অস্বস্তি অনুভব করেন। সে ক্ষেত্রে গ্লিসারিনের সঙ্গে সামান্য জল মিশিয়েই নিতে পারেন এতে কোনো সমস্যা নেই।
অন্যদিকে, সাধারণ জলের পরিবর্তে যদি গোলাপ জল ব্যবহার করা যায় তা হলে ফল আরও ভালো হয়। কারণ তাতে গোলাপ জলের গুণও গ্লিসারিনের সঙ্গে যোগ হয়। এই মিশ্রণ বানিয়ে রেখে দেওয়া যায় কয়েকদিন। এটি যেমন তুলোয় নিয়ে ক্লিনজার হিসেবে ব্যবহার করা যায় তেমনই এতিকেই সরাসরি ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করা যায়।
আর যদি আপনি একটু বাড়তি ফল চান তবে গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল ও পাতি লেবুর রস মিশিয়ে স্ক্রাবার, ক্লিনজার, মাস্কও বানিয়ে ফেলতে পারেন। তা ত্বকের জন্য খুবই উপকারী। ক্লিনজার বা স্ক্রাবার বানানোর জন্য এই ৩ উপকরণের সঙ্গে চিনিও মেসানো যেতে পারে।
এই ভাবেই আপনি গ্লিসারিন ব্যবহার করতে পারেন, এতে আপনার ত্বককে আর্দ্রতা এবং শুষ্কতা থেকে রক্ষা করতে পারেন।