Economy Finance

উৎসবের মরশুমে মূল্যহ্রাস ‘সোনা’-র

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বৃহস্পতিবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬১৩ টাকা কমে ৪৯৬৩৮ টাকা হয়ে গিয়েছে।

পল্লবী কুন্ডু : চলতি পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে ভাটা পড়েছে স্বর্ণমূল্যে। স্পট গোল্ডের দাম কমতে দেখা গিয়েছিল বৃহস্পতিবার।মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বৃহস্পতিবার সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬১৩ টাকা কমে ৪৯৬৩৮ টাকা হয়ে গিয়েছে।হিসেবে যা বলছে তাতে গত ৪দিনে সোনার দাম প্রায় ২৫০০ টাকা প্রতি ১০ গ্রামে সস্তা হয়েছে।পাশাপাশি গত মাসেই সোনার দাম এখনো পর্যন্ত সব থেকে চড়া ছিল।

তবে যেখানে দাম কমার বদলে ক্রমাগত বর্ধনশীল সেই জায়গা থেকে এত পরিমান মূল্য হ্রাস সত্যিই ভাবাচ্ছে। জানা যাচ্ছে, উন্নত দেশগুলিতে সুদের হার প্রায় শূন্য হয়ে গিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে আগামী দিনে একটা লম্বা সময় পর্যন্ত সুদের হার এমনটাই থাকবে। সাধারণত সুদের হারের প্রভাব সোনার দামের উপর পড়ে থাকে। ফলে সুদের হার শূন্য হওয়ায় বেশির ভাগ মানুষ এবার সুরক্ষিত ইনভেস্টমেন্টের জন্য সোনাকে বিকল্প হিসেবে বেছে নেবেন। এর জেরে সোনার দাম বাড়তে পারে।

বর্তমানে সোনার দামের উপর সবচেয়ে বেশি মার্কিন ডলারের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মার্কিন ডলার অনেকটাই মজবুত হওয়ায় দাম কমেছে সোনার। পাশাপাশি মহামারীর জেরে আর্থিক অনিশ্চয়তা ও বাড়তি বেকারত্বের জেরে সোনার দাম পড়ে গিয়েছে। সোনার চাহিদায় গোটা বিশ্বে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।তবে উৎসবের মরশুমে দামের দিক থেকে এরূপ পরিবর্তন ভাবাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: