সোনার দাম তুঙ্গে, বিপদে ব্যবসায়ীরা, কমছে ক্রেতা
মন মজছে না ক্রেতার, কেনাকাটা এ ভাটা, ধনতেরাসের বাজারে আগুন

পৃথা কাঞ্জিলাল : ধনতেরস আসন্ন, টেলিভিশন থেকে পত্র পত্রিকায় জুড়ে রয়েছে সোনা (Gold), রূপোর(Silver) লোভনীয় অফার। কিন্তু ক্রেতাদের মজানো যাচ্ছে না কিছুতেই। এমনটাই জানা যাচ্ছে বাজার সূত্রে। সোনা ব্যাবসায়ী তপেন্দু রায় জানান, ‘গত বছরের তুলনায় মার্কেট ৫০ শতাংশ র ও তলায়। মানুষের হাতে যে পয়সা নেই তা নয় কিন্তু সমস্যা অন্য জায়গায়। মানুষ প্যানিক করছে। মানুষ খরচা করতে চাইছে না। যেটুকু সেল হয়েছে তা আগে হয়ে গিয়েছে।’
তিনি আরও বলেন, ‘যা বিক্রি হচ্ছে সেগুলো নতুন কাস্টমার নয়। যারা ধরুন আগেই টাকা জমিয়ে রেখেছিল তারাই আবার সেটা থেকে একটু আধটু কিনছে।’ কমোফেক্স জেমস অ্যান্ড জুয়েলারি নামে একটি সোনার দোকানের তরফে জানা যাচ্ছে , ‘মানুষ এখন সোনা ভাঙ্গাচ্ছে শুধুই নতুন সোনার কেনার তাগিদ নেই। আগে যে একটা রানিং কাস্টমার থাকত, মূলত এই ধনতেরসের সময়টা বা তার কিছু আগে থেকেই সেটা এবারে একদমই নেই।’
ব্যাবসায়িরা মনে করছেন, খুব বেশি হলে ডিসেম্বর। তারপরে অবস্থার পরিবর্তন হবেই। তাঁরা এও মনে করছেন ট্রেন চালু হলে তাঁরা আরও বেশি লাভবান হবেন। দূরের কাস্টমার আশা সহজ হবে।ভ্যাক্সিনের দিকেও তাকিয়ে রয়েছেন অনেক ব্যাবসায়ি। ভয় কাটলে তবেই না মানুষ এগিয়ে এসে গয়না গড়াবেন। এমনটাই মনে করছেন তাঁরা। এখন দামও প্রচুর বেশি হয়ে গিয়েছে সোনার। ২২ ক্যারেটের সোনার দাম ৫১ হাজার হয়ে গিয়েছে। ২৪ ক্যারেটের দাম ৫৪ হাজার টাকা ছুঁয়েছে। সব মিলিয়ে স্বর্ণ ব্যাবসায়িরা ধনতেরসেরে আগে বেশ সবিপদের মুখে তা স্পষ্ট। তাকিয়ে রয়েছেন নতুন বছরের দিকে।
শীতকাল মানে বিয়েরও মরশুম। আর তার আগেই আকাশছোঁয়া সোনা। কয়েকদিন একটু কমলেও সামনেই ধনতেরস। আর তার আগে আবারও চড়চড়িয়ে বাড়ছে সোনা। প্রতি ১০ গ্রাম খাঁটি সোনা পৌঁছে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই।