টি-২০ বিশ্বকাপে বিরাট কামব্যাক টিম ইন্ডিয়ার
বুধবার আফগানদের বিরুদ্ধে বিধ্বংসী বিরাটরা

সায়ন দেবসিংহ : বুধবার আফগানদের ওপর দাপট দেখালো ভারত।দলের খারাপ সময়ে কিভাবে নিজেদেরকে বিশ্বমঞ্চে টিকিয়ে রাখতে হয় তা বিরাটরা খুব ভালো জানেন। বিরাটরা ৬৬ রানে হারালো রাশিদদের।বর্তমানে টিম ইন্ডিয়ার নেট রানরেট (০.০৭৩)। রোহিত এবং রাহুলের যুগলবন্দী প্রথমেই এগিয়ে দিয়েছিলো টিমকে। এরপর ঋষভ-হার্দিকও ব্যাট হাতে অপরাজিত থাকে।
জয়ের পরেও সমর্থকদের সমালোচনার মুখে পড়তে হয় বিরাটদের।অনেকে বলেন, কম শক্তিশালী দলের বিরুদ্ধেই শুধু বিরাটদের দাপট। কোথায় ছিল তাদের এই খেলা আগের দুটি ম্যাচে ! কিউইদের বিরুদ্ধে যেখানে ১১০ রানেই আটকে গেছিলেন সেখানে রশিদদের বিরুদ্ধে বিধ্বংসী ২১০ রানের বোরো টার্গেট খাড়া করেন বিরাটরা।ওপেননিং জুটি রোহিত-রাহুলই করেন ১৪০ রান।এছাড়া বলেও শামি-অশ্বিন-জাদেজা উইকেট পেয়েছেন আফগানদের বিরুদ্ধে। নবীরা ১৪৪ রানেই থমকে যান। বড় জয় আসে ভারতের।
ছবি সৌজন্য: ভারতীয় ক্রিকেট টিমের ফেসবুক পেজ