বাংলার রেলওয়েতে বড় সুখবর, ১৪৬টি লোকাল ট্রেন চালু
যাত্রীদের মুখে মাস্ক অবশ্যই থাকতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে

বনিতা রায় : স্কুল খোলার আগের মুহূর্তে নিত্যযাত্রী জন্য বড় সুখবর। গতকাল দক্ষিণ পূর্ব রেল বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা। জানা গেছে, আগামী ১৫ই নভেম্বর থেকে দক্ষিণ পূর্ব রেল শাখায় ১৪৬টি লোকাল ট্রেন চালু হবে। বৃহস্পতিবার রেলের তরফ থেকে জানা গেছে, করোনা পরিস্থিতির দিকে খেয়াল রেখে দফায় দফায় ধীরে ধীরে লোকাল ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে এবং নজর রাখছে যাত্রী সুরক্ষার দিকেও।এতে আশা করা হচ্ছে নিত্যযাত্রীরা উপকৃত হবেন।
গত ৩১ অক্টোবর প্রথম দফায় ৪৮টি লোকাল ট্রেনেই যাত্রা শুরু হয়েছে। ৮ নভেম্বর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১০৪। দক্ষিণ- পুর্ব রেল সিদ্ধান্ত নিয়েছে ১৫ নভেম্বরের মধ্যে ১০৪ থেকে লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১৪৬ করা হবে। আগামী ১৫ তারিখ থেকে আপ লাইনে ৭২ এবং ডাউন লাইনে ৭৪টি লোকাল ট্রেন চলাচল শুরু হবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া মেদিনীপুর আপ লাইন ও ডাউনে লাইনে যথাক্রমে ১৫ এবং ১৪টি লোকাল ট্রেন, হাওড়া-পাঁশকুড়া আপ লাইন ও ডাউন লাইনে ১৯ এবং ১ লোকাল ট্রেন যুক্ত হচ্ছে আগামী ১৫ নভেম্বর থেকে। একইভাবে সাঁতরাগাছি আপ-ডাউন লাইনে ২ এবং ২, হাওড়া-আমতা আপ-ডাউন লাইনে ৭ এবং ২০, হাওড়া-হলদিয়ায় আপ-ডাউন লাইনে ৩ এবং ৪ ট্রেন চলবে। কোভিড বিধি মেনে যাত্রীদের মুখে মাস্ক অবশ্যই থাকতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।